মাকে ধরিয়ে দিতে পুলিশ ডাকল ৪ বছরের শিশু!

সাধারণত কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য আমেরিকায় ৯১১ জরুরি সেবা নম্বরে কল দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসে উদ্ধারকর্মী কিংবা পুলিশ। দেশটির উইসকনসিনের মাউন্ট প্লিজেন্ট শহরে এক অদ্ভুত ও হাস্যকর ঘটনা ঘটেছে, যেখানে একটি ৪ বছরের শিশু জরুরি সেবা নম্বরে ফোন করে জানায়, ‘আমার মা খারাপ কাজ করেছে এবং তাকে জেলে পাঠানো দরকার’ এবং তারপর ফোনটি কেটে দেয়। 

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন।

মাউন্ট প্লিজেন্ট পুলিশ ৪ মার্চ এক বাড়িতে গিয়ে ছেলেটির সঙ্গে কথা বলেন। আর অভিযোগ শুনে আক্কেলগুড়ুম পুলিশ সদস্যদের!

প্রথমে ছেলেটি পুলিশকে জানায়, তার মা তার আইসক্রিম খেয়ে ফেলেছেন এবং তার মতে, মাকে জেলে পাঠানোই একমাত্র সমাধান। তাই ক্ষুব্ধ হয়ে পুলিশে কল দিয়েছে সে।

তবে কিছুক্ষণ পর ছেলেটি তার মনোভাব পরিবর্তন করে বলে, এখন আর তাকে জেলে পাঠাতে চাই না, আমি শুধু আইসক্রিম চাই।

পুলিশের কর্মকর্তারা জানান, ঘটনাটি ছিল হাস্যকর হলেও, এতে শিশুদের ন্যায্যতা, সততার অনুভূতির প্রতিফলন ও আইনের প্রতি অগাধ বিশ্বাস এবং উদারতা প্রদর্শন করে।

ছেলেটির মনোভাব পরিবর্তন হওয়ার পর মাকে পুলিশে ধরিয়ে দেওয়ার দাবি থেকে সরে আসে শিশুটি এবং পরে ওই পুলিশ কর্মকর্তারা শিশুটির জন্য আইসক্রিম নিয়ে আসেন। আইসক্রিম পেয়ে খুশি হয়ে পুলিশদের সঙ্গে ছবিও তুলেছে শিশুটি। ভিলেজ অব মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগ ফেসবুকে মজার এই ঘটনাটি শেয়ার করেছেন।