সার্বিয়ার ইয়োভান চুলিয়োকোভিচ পাঁচ বছর ধরে মেটিওরাইট বা উল্কাপিণ্ড সংগ্রহ করছেন। তার কাছে প্রায় ৩০টি উল্কাপিণ্ড জমানো আছে। উল্কাপিণ্ড নিয়ে জানার আগ্রহ থেকে তিনি এই বিষয়ে কিছু পড়াশোনা করেছেন। তাই তিনি এখন একটি পাথর দেখলে কিছুটা ধারণা করতে পারেন যে সেটি হয়তো উল্কাপিণ্ড হতে পারে।
সম্প্রতি ডয়েচ ভেলের এক প্রতিবেদনে ইয়োভান চুলিয়োকোভিচের উল্কাপিণ্ড সংগ্রহের খবর প্রকাশ পায়।
চুলিয়োকোভিচ বলেন, আমি যখন বাইরে যাই, প্রকৃতির মধ্যে থাকি, তখন সবসময় নজর রাখি। আমার চোখ মাটি, পাথর ও অন্যান্য জিনিসের ওপর স্থির থাকে। আমি সেগুলো দেখে চিনতে পারি, কারণ আমি সেগুলো নিয়ে পড়াশোনা করেছি। আমার প্রথম উল্কাপিণ্ড খুঁজে পাওয়ার পর আমি সেগুলো নিয়ে পড়াশোনা শুরু করি এবং এ সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এর মানে হলো, আমার চোখ একটি উল্কাপিণ্ড শনাক্ত করতে পারে-এমনকি পাথরের মধ্যেও।
মেটিওরাইট বা উল্কাপিণ্ড হলো মহাকাশ থেকে পৃথিবীতে পড়া একটি শিলা। সৌরজগতের আদি যুগের হওয়ায় বিজ্ঞানীদের কাছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরু বরফের চূড়ায় ও মরুভূমিতে এগুলো সহজেই দেখা যায়।
বৈজ্ঞানিক ও বস্তুগত উভয়দিক থেকেই উল্কাপিণ্ড খুবই মূল্যবান হতে পারে। চুলিয়োকোভিচ তার উল্কাপিণ্ডগুলির মূল্য নির্ধারণ করতে পারেন, কিন্তু তিনি তা করতে আগ্রহী নণ। কারণ, এটি তার কাছে প্রিয় জিনিস সংগ্রহ করার মতো আনন্দের বিষয়।