অন্ধকারে জ্বলে উঠছে সোনালি আলো, কী এই গ্লোয়িং ওয়াটার রহস্য

সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তে ভাইরাল একটি দৃশ্য- অন্ধকার ঘরে এক গ্লাস পানির মধ্যে ঝলমলে সোনালি আলো। ফোনের ফ্ল্যাশলাইট, এক গ্লাস পানি আর এক চিমটি হলুদ মিশিয়ে তৈরি হচ্ছে এক অনন্য আলোকছবি। শিশুসহ সব বয়সী মানুষই মুগ্ধ হচ্ছেন এই দীপ্তিময় জাদুতে। নতুন এই ট্রেন্ডকে বলা হচ্ছে গ্লোয়িং ওয়াটার। 

গ্লোয়িং ওয়াটার ট্রেন্ডটি কী?

হলুদ, একটি পানি ভর্তি কাচের গ্লাস ও মোবাইলের ফ্ল্যাশ লাইট এই তিনের সংমিশ্রণে তৈরি হয় গ্লোয়িং ওয়াটার। টিকটক থেকে শুরু হলেও এই আলো ঝলমলে ট্রেন্ডটি এখন ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এমনকি হোয়াটসঅ্যাপেও। নানা বয়সের মানুষ মেতে উঠেছেন এই সহজ অথচ চমকপ্রদ কৌশলটি ঘরে বসেই তৈরির আনন্দে। বিশেষ করে শিশুদের প্রতিক্রিয়াই এই ট্রেন্ডের জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

যেভাবে বানাবেন গ্লোয়িং ওয়াটার
এই গ্লোয়িং ওয়াটার বানানোর পদ্ধতি খুবই সহজ। চাইলে ঘরেই কয়েকটি সাধারণ উপাদান ব্যবহার করে তৈরি করে নিতে পারেন এই সোনালি আলো।এক চামচ হলুদ, একটি পানি ভর্তি কাচের গ্লাস ও মোবাইলের ফ্ল্যাশ লাইট এই তিনের সংমিশ্রণে তৈরি হয় গ্লোয়িং ওয়াটার।

পদ্ধতি:
প্রথমে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট চালু করে সেটি টেবিলের ওপর ফেস-আপ করে রাখুন। এরপর ফ্ল্যাশলাইটের ওপর একটি স্বচ্ছ কাচের গ্লাস রাখুন। গ্লাসে স্বাভাবিক পরিমাণ পানি ঢালুন। রুমের লাইট বন্ধ করে দিন যাতে অন্ধকার পরিবেশ তৈরি হয়। এবার পানিতে এক চিমটি হলুদ গুঁড়া বা ভিটামিন বি২ ক্যাপসুল গুঁড়া করে মিশিয়ে দিন। সঙ্গে সঙ্গে গ্লাসের পানিতে জ্বলে উঠবে সোনালি দীপ্তি।

জনপ্রিয়তার কারণ 
গ্লোয়িং ওয়াটার ট্রেন্ডের মূল আকর্ষণ হল শিশুদের প্রতিক্রিয়া। বহু ভিডিওতে দেখা গেছে- শিশুরা বিস্ময় নিয়ে দেখছে, কেউ কেউ আবার উল্লাস করছে আনন্দে। এটিই মন জয় করে নিচ্ছে নেটিজেনদের। অনেকে এই ট্রেন্ডকে মিউজিকসহ উপস্থাপন করছেন, আবার কেউ কেউ ‘হলুদের ঘাটতি আসছে’ এমন মজার মিমও বানাচ্ছেন।

একদিকে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা, অন্যদিকে মুগ্ধতা ও কৌতূহল এই দুয়ের সংমিশ্রণেই সোশ্যাল মিডিয়ায় আলো ছড়াচ্ছে গ্লোয়িং ওয়াটার।