জিমের ৩০০ বছরের সদস্যপদ কিনলেন চীনের এক ব্যক্তি, অতঃপর…

চীনে এক ব্যক্তি অভিনব এক প্রতারণার শিকার হয়েছেন। ঝেজিয়াং প্রদেশের একটি জিম থেকে ৮ লাখ ৭০ হাজারের বেশি ইউয়ান খরচ করে (১ লাখ ২০ হাজার মার্কিন ডলার) তিনি ৩০০ বছরের সদস্যপদ কিনেছেন!

ভাবছেন লোকটি কি বোকা, মানুষ আবার ৩০০ বছর বাঁচে নাকি? জিনও জানেন, মানুষ ৩০০ বছর বাঁচে না। কিন্তু তিনি সহজে অর্থ আয় করার লোভে পড়ে এই প্রতারণার ফাঁদে পা দিয়েছেন।

জিন বলেন, ১০ মে থেকে ৯ জুলাইয়ের মধ্যে তিনি ৮ লাখ ৭১ হাজার ২৭৩ ইউয়ান খরচ করে হাংঝোউ শহরের রানইয়ান জিমের প্রায় ১ হাজার ২০০ ক্লাস ও সদস্য কার্ড কিনেছেন। সেগুলোর মোট বৈধতার মেয়াদকাল ৩০০ বছর।

তিন বছর ধরে জিন নিয়মিত ওই জিমে গিয়ে শরীরচর্চা করতেন। গত ৯ মে সেখানে একজন বিক্রয়কর্মীর সঙ্গে তার কথা হয়। তিনি জিনকে ‘প্রমোশনাল অফারের’ কথা বলেন।

ওই বিক্রয়কর্মী জিনকে বলেন, তিনি ৮ হাজার ৮৮৮ ইউয়ান দিয়ে এক বছরের জন্য একটি সদস্য কার্ড কিনে সেটি অন্য কারও কাছে ১৬ হাজার ৬৬৬ ইউয়ানে বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে লাভের মাত্র ১০ শতাংশ জিম কর্তৃপক্ষ রাখবে, বাকিটা জিনের পকেটে যাবে।

শুরুতে জিনের মনেও সন্দেহ জাগে। কিন্তু ওই বিক্রয়কর্মী তাকে আশ্বস্ত করে বলেন, যদি তিনি দুই মাসের মধ্যে কার্ড বিক্রি করতে না পারেন তবে তিনি সেগুলো জিমে ফেরত দিয়ে মূল অর্থের পুরোটা ফেরত নিতে পারবেন।

এবার জিন দ্বিগুণ মুনাফার লোভে পড়ে যান এবং দুটি সদস্য কার্ড কেনেন।

পরবর্তী কয়েক সপ্তাহে ওই বিক্রয়কর্মী তাকে আরও প্রলুব্ধ করে আরও সদস্য কার্ড ও ব্যক্তিগত ক্লাস কেনান। একবার তো জিন একসঙ্গে তিন লাখ ইউয়ানের বেশি খরচ করেন।

১৫ জুলাই নিজের বিনিয়োগ করা অর্থের একটি অংশ জিন ফেরত নিতে যান। কিন্তু তাকে কোনো অর্থ ফেরত দেওয়া হয় না।

একজন বিপণন কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি জিনকে বলেন, তিনি যেসব সদস্য কার্ড কিনেছেন, সেগুলো যাচাই করে দেখা হচ্ছে।

কিন্তু জুলাই মাসের শেষ দিকে গিয়ে জিন আবিষ্কার করেন, জিমের সব লোকজন ও বিক্রয়কর্মী উধাও।

জিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর তিনি তার কাছে থাকা চুক্তিপত্র পরীক্ষা করে দেখতে পান, যেসব কাগজপত্রে তিনি সই করেছেন সেগুলোতে কোথাও সদস্য কার্ড কিনতে তিনি যে বিনিয়োগ করেছেন, তা ফেরত দেওয়ার কথা উল্লেখ নেই। এখন নিজের অর্থ ফেরত পেতে মামলা করেছেন জিন।

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট