ছবিতে কয়টি মানুষ আছে, উত্তরই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান

ছবিটির মাধ্যমে জানা যেতে পারে মানুষের বুদ্ধি বা আইকিউ সম্পর্কে অনেক অজানা তথ্য। কারণ, এই ছবিতে লুকিয়ে রয়েছে একাধিক মানুষ। কে প্রথমে কী দেখতে পাচ্ছেন, আর কত দ্রুত সবকটি মুখ দেখতে পারছেন সেটার ওপরেই নির্ভর করছে আপনি কতটা বুদ্ধিমান।

যদি প্রথম দেখাতেই সবগুলো মানুষের অবয়ব আপনি খুঁজে না পান তবে আপনার আইকিউ ও চোখের দৃষ্টি ততটা তীক্ষ্ণ নয়। আর যদি খুব অল্প সময়েই সবগুলো মানুষ খুঁজে বের করতে পারেন তবে আপনার মস্তিষ্ক ও চোখ দুটিই এগিয়ে আছে বুদ্ধির দৌড়ে। তাহলে এবার বলুন ছবিতে কয়টি মানুষ আছে?