দর্শনীয় হলেও বিপজ্জনক ‘ফ্রোজেন বাবলস’

মানব সভ্যতার শুরু থেকেই প্রকৃতি ও মানুষের মধ্যে রয়েছে নিবীর সম্পর্ক। প্রকৃতিতে মানুষের প্রয়োজন কিংবা নির্ভরশীলতা নতুন নয়। বরং প্রকৃতিকে বাদ দিয়ে পৃথিবী বা পৃথিবীর মানব সভ্যতা টিকে থাকবে না এক মূহুর্ত। তবুও আধুনিক বিশ্ব প্রতি মূহুর্তে প্রকৃতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে প্রয়োজন কিংবা অপ্রয়োজনে। তবে প্রকৃতিও দুর্যোগ রূপে ফিরে ফিরে এসে হানা দেয় আর ভয়ংকর প্রতিশোধ নেয়।

এসব বাদ দিলেও মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ বৈচিত্র। যা মানুষের হৃদয়কে আনন্দ দেয় আর বিমোহিত করে অপার মুগ্ধতায়। স্থান ভেদে প্রকৃতির রূপ বৈচিত্র যেমন আদালা হয় তেমনি নান্দনিক হয় তার সৌন্দর্য। সেই সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা পরিবার কিংবা প্রিয়জন নিয়ে চষে বেড়াচ্ছেন দেশ বিদেশের নানা দর্শনীয় স্থান।

FROZEN BABLS 5

পৃথিবীর সব দর্শনীয় স্থানে প্রকৃতির রূপ বৈচিত্রে যেমন ভিন্নতা রয়েছে তেমনি ভিন্নতা রয়েছে এসবের স্বাদ ও অনুভূতিতে। এই অনুভূতি কোথাও শুধুই আনন্দ দেয়, কোথাও অদ্ভৃুত রহস্য, কোথাও আবার তা রোমাঞ্চকরও হতে পারে। আবার কোথাও কোথাও তা খুবই বিপজ্জনক। তেমনি একটি দর্শনীয় স্থান কানাডার অ্যাব্রাহাম লেক (Abraham Lake)। মিথেন গ্যাসের কারণে সেখানে "ফ্রোজেন বাবলস" বা জমাট বাঁধা বুদবুদ দেখা যায়। দেশ বিদেশের পর্যটকদের কাছে এই লেক প্রিয় দর্শনীয় স্থান হলেও এটি খুবই বিপজ্জনক। 

FROZEN BABLS 3 - Copy

‘ফ্রোজেন বাবলস’ বা জমাট বাঁধা বুদবুদ সেখানে মনোমুগ্ধকর এক অদ্ভুত সৌন্দর্য। যা পর্যটকদের আকর্শন করে অসীম ভালোলাগায়। অ্যাব্রাহাম লেকে ‘ফ্রোজেন বাবলস’ বা জমাট বাঁধা বুদবুদ দেখা যায় মিথেন গ্যাসের কারণে। হ্রদের নিচে জমে থাকা পচনশীল জৈব পদার্থকে ব্যাকটেরিয়া ভেঙে মিথেন গ্যাস উৎপন্ন করে। যা বুদবুদ আকারে উপরে উঠতে থাকে। শীতকালে যখন হ্রদের পানি জমে বরফ হয়, তখন এই বুদবুদগুলো বরফের মধ্যে আটকা পড়ে এবং দেখতে সুন্দর লাগে। এই বাবলসগুলি প্রাকৃতিকভাবেই আবার বসন্তের শুরুতে ফেটে যায়।

FROZEN BABLS

তবে এই সৌন্দর্যকে ছাপিয়ে ভয় ধরিয়ে দেওয়ার মতো খবর হচ্ছে, এত পরিমাণের মিথেন গ্যাস আটকে থাকা অত্যন্ত দাহ্য, তাই কাছাকাছি একটি লাইটেড ম্যাচও বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। এছাড়াও, এত বিপুল পরিমাণ গ্যাস আমাদের গ্রহকে কতটা উষ্ণ করছে তা নির্দেশ করে। 

FROZEN BABLS 4

প্রকৃতির এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে যেতে হয় কানাডার আলবার্টা শহরের অ্যাব্রাহাম লেকে। এছাড়াও একই ধরনের দৃশ্য কানাডার স্প্রে লেক রিজার্ভার (Spray Lakes Reservoir) এবং অন্টারিওর ক্র্যানবেরি লেকেও (Cranberry Lake) দেখা যায়। সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারী মাসের মধ্যে এই বুদবুদগুলো ভালোভাবে দেখা যায়, যখন হ্রদের বরফ পুরু হয় এবং বাতাস কম থাকে। এই বুদবুদগুলোতে মিথেন গ্যাস থাকায় এটি দাহ্য এবং বিষাক্ত। তাই এগুলো স্পর্শ করা বা আগুন দেওয়া উচিত নয়।