ভারতের যোধপুর শহরে একটি মারাত্মক দুর্ঘটনায় উটের সঙ্গে সংঘর্ষে একটি প্রাইভেট কারের ছাদ ভেঙে ভেতরে ঢুকে যায় বিশাল দেহী উট। এতে উট ও গাড়ির চালক দু’জনই গুরুতর আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়—উটটির মাথা ও শরীরের সামনের অংশ গাড়ির ছাদ ও উইন্ডশিল্ড ভেদ করে ভেতরে ঢুকে আছে, আর প্রাণীটি ছটফট করছে বেরিয়ে আসার জন্য। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই রাস্তার ওপর এসে পড়ে উটটি। এত দ্রুত ঘটনায় চালকের ব্রেক করার সুযোগই ছিল না।
দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ- বাম্পার, বোনেট ও উইন্ডশিল্ড- সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সংঘর্ষের তীব্রতায় গাড়ির ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়ে উটটি এবং প্রায় দুই ঘণ্টা আটকে থাকে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত চালক রামসিংহকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে যোধপুরে হাসপাতালে পাঠান। পরে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় যন্ত্রপাতি ব্যবহার করে গাড়ির অংশ কেটে উটটিকেও উদ্ধার করা হয়।