ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা কিশোর ব্যবহারকারীদের জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চরিত্র ব্যবহারের সুবিধা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। কিশোরদের জন্য আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বজুড়ে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটা এক ব্লগ পোস্টে জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মেটার সব অ্যাপে কিশোরদের জন্য বিদ্যমান এআই চরিত্রগুলোর ব্যবহার স্থগিত করা হবে। যতক্ষণ পর্যন্ত কিশোরদের উপযোগী নতুন ও উন্নত সংস্করণ প্রস্তুত না হচ্ছে, ততক্ষণ তারা এই সুবিধাটি ব্যবহার করতে পারবে না। মূলত শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল কারণ।
মেটা জানিয়েছে, ভবিষ্যতে যখন এআই চরিত্রগুলো পুনরায় চালু হবে, তখন এতে শক্তিশালী ‘প্যারেন্টাল কন্ট্রোল’ বা অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে অভিভাবকেরা চাইলে তাদের সন্তানের এআই ব্যবহারের সীমা নির্ধারণ করতে পারবেন। নতুন এই সংস্করণটি ‘পিজি–১৩’ (PG-13) চলচ্চিত্র রেটিং অনুসরণ করে তৈরি করা হবে, যাতে কিশোররা কোনো ধরনের সংবেদনশীল বা অনুপযুক্ত কন্টেন্টের সংস্পর্শে না আসে।
সম্প্রতি মেটার কিছু এআই চ্যাটবটের ‘অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ’ আচরণ এবং উসকানিমূলক কথোপকথনের সুযোগ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাব নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি বাড়ায় মেটা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
বিশ্লেষকদের মতে, এআই ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা এখন সময়ের দাবি। মেটার এই সাময়িক বিরতি কিশোরদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের উদ্বেগ কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।