হোয়াটসঅ্যাপ বিপর্যয়, দেশে তিন ঘণ্টা পর চালু

খবরসংযোগ ডেস্ক: বিশ্বব্যাপী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। বাংলাদেশের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারে বিড়ম্বনায় পড়েছেন ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের ব্যবহারকারীরা।

বাংলাদেশে স্থানীয় সময় বেলা মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১.৫৫ মিনিট থেকে হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত হয়। প্রায় তিন ঘণ্টা পর ধীরে ধীরে আবারও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সফল হন দেশের ব্যবহারকারীরা।

এর আগে সর্বপ্রথম যুক্তরাজ্যে সকাল ৮টা থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। ৭ ঘণ্টা পর যুক্তরাজ্যে সচল হয় মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।

সকাল থেকেই ভারত, ইতালি, ফ্রান্স, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সেনেগালসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকরা অভিযোগ জানাচ্ছিলেন। বিভ্রাট শনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেক্টর নিশ্চিত করেছে যে, হোয়াটসঅ্যাপ হাজার হাজার ব্যবহারকারীদের ফোন/ওয়েবে কাজ করছে না।

হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, সমস্যা সমস্যার সমাধান করা হয়েছে। কিন্তু ঠিক কী কারণে বিপর্যয় হয়েছিলো তা তারা জানায়নি।