ইউরোপীয় ইউনিয়নের আইন ভঙ্গ করে জরিমানা গুনছে আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। অনলাইনে সেবা ডিজাইনার এই প্রতিষ্ঠানকে প্রায় ৫০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, সংগীত পরিষেবা চালু করতে ইইউয়ের আইন ভঙ্গ করছে অ্যাপল। যার ফলে প্রায় ৫০০ মিলিয়ন ইউরো জরিমানা গুনছে অ্যাপল।
এর আগে ইউরোপীয় কমিশন গত বছর অ্যাপলকে অ্যাপ স্টোরের মাধ্যমে সংগীত পরিষেবা দিতে নিয়ম ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছিল।