ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ডাউন

ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ডাউন। দেশজুড়ে হঠাৎ মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ডাউন হয়ে পড়েছে। ডেস্কটপ অথবা মোবাইলে লগইন থাকা অবস্থা থেকে হঠাৎ করেই লগআউট হয়ে যাচ্ছে। চেষ্টা করেও লগইন করা যাচ্ছে না। তবে কী কারণে এমনটি হয়েছে তার তথ্য ফেসবুক মেটা এখনও জানায়নি।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম লগআউট হয়ে যাওয়ার সমস্যার কথা জানিয়েছে।

ব্যবহারকারীরা বলেন, ব্রাউজার ও অ্যাপ থেকে হঠাৎ ফেসবুক, ম্যাসেঞ্জার লগ-আউট হয়ে যায়। এরপর থেকে আর লগ-ইন করা যায়নি।