গুগল তাদের জেমিনি অ্যাপে এআই আল্ট্রা সাবস্ক্রাইবারদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করেছে। জেমিনি ২.৫ ডিপ থিংক মডেল। এটি গুগলের অন্যতম উন্নত গবেষণাভিত্তিক এআই, যা গাণিতিক সমস্যা, অ্যালগরিদম, ডিজাইন পরিকল্পনা ও কোডিংয়ের মতো জটিল কাজে বিশেষভাবে উপযোগী।
গুগলের দাবি, ‘ডিপ থিংক’ মডেলটি মানুষের মতো করে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারে। এটি একাধিক সমাধান একসাথে বিশ্লেষণ করে চূড়ান্ত ফলাফল দেয়। ‘প্যারালাল থিঙ্কিং’ কৌশলের মাধ্যমে মডেলটি আরও নিখুঁত হয়েছে। ২০২৫ সালের আন্তর্জাতিক গাণিতিক অলিম্পিয়াড বেঞ্চমার্কে এটি ব্রোঞ্জ স্তরের ফলাফল অর্জন করেছে। আগের চেয়ে অনেক দ্রুত ও কার্যকর এই সংস্করণ কিছু গবেষক ও শিক্ষাবিদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
যেভাবে কাজ করে ‘জেমিনি ২.৫ ডিপ থিংক: গুগল বলছে, নতুন এই মডেলটিতে যুক্ত করা হয়েছে বিশেষ ধরনের রিইনফোর্সমেন্ট লার্নিং প্রযুক্তি, যা মডেলটিকে ধাপে ধাপে চিন্তা করতে শেখায়। এতে করে এটি সময় নিয়ে সমস্যা বিশ্লেষণ করতে পারে এবং জটিল সমাধান বের করতে পারে। যেসব কাজে ব্যবহার করা যাবে: গুগল জানিয়েছে জেমিনি ২.৫ ডিপ থিংক ব্যবহার করে অনেক কাজ সহজ করা যাবে। এগুলোর মধ্যে রয়েছে:
* নতুন অ্যালগরিদম তৈরি ও উন্নয়ন
* গাণিতিক ধাঁধা ও সূত্র আবিষ্কার
* সৃজনশীল ডিজাইন পরিকল্পনা
* জটিল কোডিং সমস্যা সমাধান
* বৈজ্ঞানিক গবেষণাপত্র বিশ্লেষণ
জেমিনি ২.৫ ডিপ থিংক আপাতত শুধু গুগল এআই আল্ট্রা গ্রাহকদের জন্য অ্যাক্সেসযোগ্য। তবে গবেষণার প্রয়োজনে বিশ্বজুড়ে অল্প কিছু নির্বাচিত গণিতবিদ ও গবেষকদের কাছে মডেলটির পূর্ণ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস