আইফোন ১৭ প্রো পাওয়া যাবে নতুন রঙে

সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর অথবা ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোন ১৭ সিরিজের মোবাইল বাজারে আনতে পারে।

আইফোন ১৭ সিরিজে থাকবে ১৭, ১৭ প্রো, ১৭ প্রো ম্যাক্স ও ১৭ এয়ার (স্লিম) মডেল। এর মধ্যে ১৭ প্রো মডেলকে ঘিরে আগ্রহ বেশি।

ফাঁস হওয়া ছবিতে আইফোন ১৭ সিরিজে কমলা, সবুজ ও গোলাপি রঙের ফোন দেখা গেছে, যা রঙের ক্ষেত্রে বড় পরিবর্তন।

তবে ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্সের কমলা রঙ নিঃসন্দেহে সবচেয়ে বেশি নজর কেড়েছে। প্রো মডেলগুলোর অন্যান্য রঙের বিকল্পগুলোর মধ্যে রয়েছে ধূসর, সাদা, গাঢ় নীল এবং কালো।

এছাড়া আইফোন ১৭ পাঁচটি রঙে পাওয়া যাবে- গোলাপি (আগে হালকা বেগুনি রঙের কথা বলা হয়েছিল), সবুজ, হালকা নীল, সাদা এবং কালো। অন্যদিকে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ এয়ার হালকা নীল, ধূসর, সাদা এবং কালো রঙে দেখা যাচ্ছে।