ট্রুকলার (Truecaller) আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে আইফোনে (Iphone) কল রেকর্ডিং সুবিধা বন্ধ করতে যাচ্ছে। অ্যাপলের আইওএস ১৮.১ সংস্করণে নিজস্ব কল রেকর্ডিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহায়ক কথোপকথনকে লেখা রূপান্তর করার ব্যবস্থা যুক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
দুই বছর আগে ট্রুকলার আইওএস-এ কল রেকর্ডিং চালু করেছিল। তবে অ্যাপলের কড়া গোপনীয়তা নীতি ও সীমাবদ্ধতার কারণে এই সুবিধা চালানো ছিল কঠিন। এজন্য ট্রুকলার বিশেষ ‘মার্জড রেকর্ডিং লাইন’ পদ্ধতি ব্যবহার করত, যেখানে কলকে অন্য একটি লাইনের সঙ্গে যুক্ত করে রেকর্ড করা হতো।
ট্রুকলারের আইওএস প্রধান নকুল কাবরা জানান, এখন থেকে তারা মূল সুবিধা যেমন সরাসরি কলকারী সনাক্তকরণ এবং স্বয়ংক্রিয় অবাঞ্ছিত কল আটকানো উন্নত করার দিকে মনোযোগ দেবে।
যদিও নতুন কল রেকর্ড করা আর সম্ভব হবে না, তবে পুরনো রেকর্ডিং মুছে ফেলা হবে না। ব্যবহারকারীরা চাইলে ৩০ সেপ্টেম্বরের আগে এগুলো ডাউনলোড, ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা আইক্লাউডে সংরক্ষণ করতে পারবেন। এজন্য প্রতিষ্ঠানটি একটি সহায়তা পৃষ্ঠাও চালু করেছে।