হোয়াটসঅ্যাপে নতুন চমক, চ্যাট হবে শুধু লিঙ্কেই!

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে এক যুগান্তকারী ফিচার ‘Guest Chat’ বা ‘অতিথি চ্যাট’। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাপ না থাকলেও চ্যাটে অংশ নিতে পারবেন। যা ব্যবহারকারীদের জন্য একপ্রকার গেম চেঞ্জার হতে চলেছে।

প্রথমবারের মতো এই ফিচারের খবর প্রকাশ্যে আনে হোয়াটসঅ্যাপ বিষয়ক বিশ্বস্ত ট্র্যাকার WABetaInfo। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং অ্যান্ড্রয়েডের 2.25.22.13 বেটা ভার্সনে এটি দেখা গেছে।

কীভাবে কাজ করবে অতিথি চ্যাট?

  • ব্যবহারকারীরা একটি বিশেষ আমন্ত্রণ লিঙ্ক তৈরি করে শেয়ার করতে পারবেন।
  • যিনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তিনিও ওই লিঙ্কটি ওয়েব ব্রাউজারে খুলে সরাসরি চ্যাট শুরু করতে পারবেন।
  • এই চ্যাট চালাতে অ্যাপ ডাউনলোড বা সাইন আপের প্রয়োজন নেই।
  • এটি অনেকটা হোয়াটসঅ্যাপ ওয়েব-এর মতোই কাজ করবে।

সুবিধা:

সীমাবদ্ধতা:

  • এই চ্যাটে শুধুমাত্র লিখিত বার্তা পাঠানো যাবে।
  • ছবি, ভিডিও, জিআইএফ, ভয়েস নোট এবং ভয়েস/ভিডিও কল সুবিধা থাকবে না।
  • গ্রুপ চ্যাট সাপোর্ট করবে না।

বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ ব্যবহারকারীদের জন্য একটি সহজ এবং সুরক্ষিত যোগাযোগের নতুন দ্বার খুলে দেবে। তবে এখনো পর্যন্ত ফিচারটি কবে থেকে সাধারণের জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে আশা করা হচ্ছে, খুব শিগগিরই এই নতুন ফিচারটি সকলের ব্যবহারের জন্য চালু করা হবে। হোয়াটসঅ্যাপের ইতিহাসে এটি হতে পারে একটি বড় মাইলফলক।