গুগলের রিয়েল-টাইম এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি লাইভ আরও কার্যকর ও ব্যবহারবান্ধব হয়ে উঠছে। এবার সরাসরি ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপগুলোর সঙ্গে নতুন ইন্টিগ্রেশন আনছে প্রযুক্তি জায়ান্টটি। যার মাধ্যমে ব্যবহারকারীরা শুধুমাত্র তথ্য পাওয়াই নয়, বরং মেসেজ পাঠানো, ফোনকল করা, এমনকি ক্যামেরায় বস্তু চিহ্নিত করাসহ নানা দৈনন্দিন কাজে জেমিনির সহায়তা পাবেন।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই জেমিনি লাইভে এমন এক ফিচার আসছে, যেখানে স্ক্রিনে সরাসরি বক্স এঁকে দেখানো হবে কোন জিনিসটির দিকে নজর দিতে হবে। যেমন, টেবিলভর্তি টুলের মধ্যে সঠিক টুলটি খুঁজতে ক্যামেরা ধরলেই তা হাইলাইট করে দেখাবে জেমিনি।
একইভাবে, আপনি যদি রাস্তার দিকনির্দেশনা নিয়ে জেমিনির সঙ্গে কথা বলেন এবং বুঝতে পারেন যে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে তখন সরাসরি বললেই জেমিনি আপনার হয়ে একটি মেসেজ খসড়া করে পাঠিয়ে দেবে। চাইলে ফোনও করবে। ফলে এআই এখন শুধু তথ্য সহায়তায় সীমাবদ্ধ না থেকে বাস্তব সময়ের যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই নতুন সুবিধাগুলো প্রথমে পিক্সেল ১০-এ চালু হবে, যেটি বাজারে আসছে ২৮ আগস্ট। একই সময়ে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও ধাপে ধাপে ফিচারগুলো উন্মুক্ত হবে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে আইওএস ব্যবহারকারীরাও এই ফিচার উপভোগ করতে পারবেন।
জেমিনি লাইভে একটি নতুন অডিও মডেলও যুক্ত হচ্ছে, যার মাধ্যমে এআই-এর কণ্ঠস্বর আরও বাস্তবধর্মী ও স্বাভাবিক শোনাবে। গুগলের দাবি, এখন থেকে চাপের সময় এআই শান্ত গলায় উত্তর দেবে, আবার গল্প বলার সময় নাটকীয় টোন ও অ্যাকসেন্ট ব্যবহার করবে। ব্যবহারকারীরা চাইলে জেমিনির কথা বলার গতি বাড়ানো বা কমানোর সুবিধাও পাবেন যেমনটা বর্তমানে চ্যাটজিপিটির ভয়েস মোডে রয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এআই অ্যাসিস্ট্যান্টগুলো কেবল তথ্য সরবরাহকারী নয়, বরং এখন ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে সহজ করার দিকে এগোচ্ছে। আর জেমিনি লাইভের এই আপডেটগুলো ব্যবহারকারীর জন্য একধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে।
বিশেষত বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা প্রতিদিন স্মার্টফোনে নেভিগেশন, মেসেজিং কিংবা কাজের সহায়ক হিসেবে এআই ব্যবহার করেন। তাদের জন্য এই আপডেটগুলো একটি বড় সুবিধা হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।