নেপাল সরকার সম্প্রতি এক কঠোর পদক্ষেপের মাধ্যমে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার)-এর মতো প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই প্ল্যাটফর্মগুলো সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার কর্তৃক নির্ধারিত সাত দিনের সময়সীমার মধ্যে মেটা, অ্যালফাবেট এবং এক্স-এর মতো বড় সংস্থাগুলো নিজেদের নিবন্ধন করেনি। নেপাল সরকারের একজন মুখপাত্র জানান, অনলাইন কনটেন্টের ওপর নজরদারি বাড়ানো এবং প্রযুক্তি সংস্থাগুলোকে দেশের আইনের অধীনে আনা এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
সরকার মনে করে, ক্ষতিকর কনটেন্ট পর্যবেক্ষণ এবং দেশের আইন মেনে চলার জন্য এই প্ল্যাটফর্মগুলোর নিবন্ধন অপরিহার্য।
অন্যদিকে, যে প্ল্যাটফর্মগুলো নেপালের আইন মেনে নিবন্ধন করেছে, সেগুলো এখনও চালু আছে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক, ভাইবার, এবং আরও কিছু ছোট প্ল্যাটফর্ম। টেলিগ্রাম ও গ্লোবাল ডায়েরি-এর মতো কিছু প্ল্যাটফর্ম নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে এবং তাদের আবেদন বর্তমানে সরকারের পর্যালোচনার অধীনে আছে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যে কোনো প্ল্যাটফর্ম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলে সঙ্গে সঙ্গে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
নেপালের এই পদক্ষেপকে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে, গত বছর টিকটক-এর ওপরও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।