ফেসবুক মনিটাইজেশনে যেভাবে আয় শুরু করবেন

আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের জন্য আয়ের একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। ফেসবুক, বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম, এখন কনটেন্ট নির্মাতাদের জন্য নানা ধরনের আয়ের সুযোগ দিচ্ছে। তবে অনেকের মনে প্রশ্ন থাকে ফেসবুকে কতজন ফলোয়ার দরকার, কত ভিউ লাগবে, এবং কি কেবল ১,০০০ ফলোয়ার থাকলেই টাকা পাওয়া যায়?

Facebook Monetization2

ফেসবুকের মনিটাইজেশন মূলত মেটা ফর ক্রিয়েটরস প্রোগ্রামের অধীনে চলে। এখানে নিয়মিত কনটেন্ট তৈরি করে দর্শক ধরে রাখতে পারলেই আয়ের সুযোগ তৈরি হয়। ফেসবুক মনিটাইজেশনের মধ্যে রয়েছে ইন-স্ট্রিম বিজ্ঞাপন, ফ্যান সাবস্ক্রিপশন, ব্র্যান্ডেড কনটেন্ট এবং রিলস বোনাস প্রোগ্রাম।

ইন-স্ট্রিম বিজ্ঞাপন থেকে আয় করতে হলে একটি পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকা আবশ্যক। এছাড়া গত ৬০ দিনে ভিডিও দেখার সময় অন্তত ৬০,০০০ মিনিট হতে হবে। সঙ্গে কনটেন্টকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এবং নগদীকরণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাই কেবল ১,০০০ ফলোয়ার থাকলেই আয় শুরু হয় এটি একটি ভুল ধারণা।

Facebook Monetization3

তবে বিকল্প উপায়ে আয় সম্ভব। যদি কনটেন্টের রিচ বেশি হয় এবং ভিডিওতে ভিউ বাড়ে, তবে স্পনসরশিপ বা ব্র্যান্ড ডিলের মাধ্যমে আয় করা যায়। এছাড়া Facebook Reels Bonus Program এ নির্বাচিত ক্রিয়েটরদের রিলের পারফরম্যান্সের ভিত্তিতে ফেসবুক থেকে মাসিক বোনাস দেওয়া হয়। ফ্যান সাবস্ক্রিপশনের মাধ্যমে ভক্তরা মাসিক ফি দিয়ে এক্সক্লুসিভ কনটেন্ট নিতে পারে, যা আয়ের আরেকটি মাধ্যম।

বিশেষজ্ঞরা মনে করেন, ফেসবুকে কেবল ফলোয়ার সংখ্যা বাড়ালেই হবে না। নিয়মিত মানসম্পন্ন কনটেন্ট তৈরি, দর্শকদের সঙ্গে যুক্ত থাকা এবং ফেসবুকের নিয়মনীতি মেনে চলাই আয়ের মূল চাবিকাঠি। ধৈর্য ধরে এগোলে ফেসবুক অবশ্যই আয়ের শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।