স্মার্টফোনে পাবেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা

ভূমিকম্প একটি এমন প্রাকৃতিক দুর্যোগ, যা পূর্বাভাস দেওয়া কঠিন এবং মুহূর্তের মধ্যেই ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। সম্প্রতি আফগানিস্তানে ছয় মাত্রার ভূমিকম্পে হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এমন দুঃসময় মোকাবেলায় দ্রুত সতর্কতা অত্যন্ত জরুরি।

সেই চিন্তা থেকেই গুগল চালু করেছে একটি বিশেষ ফিচার ‘আর্থকোয়াক অ্যালার্ট’, যা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আগাম ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাতে সক্ষম।

গুগল জানিয়েছে, এই সিস্টেমে স্মার্টফোন নিজেই কাজ করে মিনি সিসমোমিটার (ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্র) হিসেবে।
প্রত্যেকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে অ্যাক্সিলারোমিটার, যা ফোনের নড়াচড়া বা কম্পন বুঝতে পারে।

এই সেন্সরগুলো যখন ভূমিকম্পের মতো অস্বাভাবিক কম্পন শনাক্ত করে, তখন সেটি গুগলের সার্ভারে তাৎক্ষণিক তথ্য পাঠায়। এরপর নির্দিষ্ট অঞ্চলের ব্যবহারকারীদের ফোনে চলে আসে আগত ভূমিকম্পের সতর্কবার্তা।

Earthquake

কীভাবে চালু করবেন এই ফিচার

ভূমিকম্পের আগাম বার্তা পেতে আপনার ফোনে এই ফিচারটি সক্রিয় করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করুন

  • ফোনের ‘Settings’ এ যান
  • Safety & Emergency’ বিভাগে প্রবেশ করুন
  • সেখানে ‘Earthquake Alerts’ অপশনটি খুঁজে পান
  • অপশনটি চালু করুন (Toggle On)
  • যদি ফোনে ‘Safety & Emergency’ বিভাগ না থাকে, তাহলে
  • ‘Advanced’ অপশন বা সার্চ বারে গিয়ে Earthquake Alerts লিখে খুঁজে নিন

Earthquake2

একবার চালু হয়ে গেলে, ভূমিকম্পের সম্ভাবনা থাকলে ফোন আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করবে।

গুগলের এই উদ্যোগ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, জাপান, গ্রীস, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া-সহ একাধিক দেশে সফলভাবে চালু হয়েছে। বাংলাদেশেও যদি এটি সক্রিয় থাকে এবং পর্যাপ্ত ব্যবহারকারী এতে যুক্ত থাকেন, তাহলে এটি হতে পারে সময়োচিত একটি জীবনরক্ষাকারী প্রযুক্তি।

ভূমিকম্পের সময় মাত্র কয়েক সেকেন্ড আগেই সতর্ক হওয়া জীবনের জন্য পার্থক্য গড়ে দিতে পারে। এই সময়টুকুতেই আশ্রয় নেওয়া, সতর্ক হওয়া, বা অন্যদের সাহায্য করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া সম্ভব।