জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, এখন থেকে অ্যাপল ওয়াচের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করা হয়েছে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ঘড়ির পর্দা থেকেই চ্যাট করা, রিপ্লাই দেওয়া ও ভয়েস মেসেজ পাঠানোর সুবিধা পাবেন। বর্তমানে এটি হোয়াটসঅ্যাপ বিটা ফর আইওএস (Beta for iOS) সংস্করণে পাওয়া যাচ্ছে।
এর আগে অ্যাপল ওয়াচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ সীমিত ছিল শুধুমাত্র নোটিফিকেশন দেখা ও ছোট রিপ্লাই পাঠানোয়। কিন্তু নতুন সংস্করণে ব্যবহারকারীরা এখন চ্যাট লিস্ট খোলা, বার্তা পড়া, ইমোজি পাঠানো, ভয়েস মেসেজ রেকর্ড করা ও কুইক রিপ্লাই দেওয়ার পূর্ণ অভিজ্ঞতা পাবেন। এটি হোয়াটসঅ্যাপের ইতিহাসে প্রথম, যখন কোনো ওয়্যারেবল ডিভাইসে এত উন্নত ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা দেওয়া হচ্ছে।
তবে অ্যাপটি এখনো সম্পূর্ণ স্ট্যান্ডঅ্যালোন নয়। অর্থাৎ, অ্যাপল ওয়াচে এটি ব্যবহার করতে হলে আইফোনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। বর্তমানে এটি একটি Companion App হিসেবে কাজ করছে, যেখানে বার্তা আদান প্রদানের জন্য ফোনের ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়।
হোয়াটসঅ্যাপ অ্যাপল ওয়াচে সেটআপ করা একদম সহজ। কোনো QR কোড স্ক্যানের দরকার নেই। ঘড়ি যদি আগে থেকেই আইফোনের সঙ্গে পেয়ার করা থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাবে। নতুন অ্যাপে একটি কানেকশন ইন্ডিকেটর দেখা যাবে, যা সংযোগের অবস্থা জানাবে। পাশাপাশি, নোটিফিকেশন থেকেই এখন ছবি ও ভিডিও দেখা ও সরাসরি রিপ্লাই দেওয়ার সুযোগ থাকছে।
বর্তমানে ফিচারটি সীমিত পর্যায়ের বিটা সংস্করণে রয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায় সফলভাবে সম্পন্ন হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই আপডেট ওয়্যারেবল টেকনোলজির ভবিষ্যৎকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন থেকে আর ফোন হাতে নেওয়ার প্রয়োজন নেই কব্জিতেই থাকবে হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ।