বর্তমানে সারাবিশ্বে রয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হয়তো ব্যবহার করছেন ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে। প্রযুক্তির উত্থানের সঙ্গে সঙ্গে মানুষের ডিজিটাল উপস্থিতিও বেড়েছে।
সোশ্যাল মিডিয়ার আনুষ্ঠানিক ও ব্যক্তিগত ব্যবহার আলাদা রাখতে অনেকেই একই প্ল্যাটফর্মে দুটি অ্যাকাউন্ট রাখেন। একাধিক ফোন নম্বর বা কাজ–ব্যক্তিগত যোগাযোগ আলাদা রাখার প্রয়োজন থেকেও জন্ম হয় দুটি WhatsApp অ্যাকাউন্টের। তবে সুখবর হলো—এখন একটি স্মার্টফোনেই দুইটি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
iOS-এ শুরু হলো WhatsApp-এর মাল্টি-অ্যাকাউন্ট ফিচার পরীক্ষা
WhatsApp অবশেষে iOS ব্যবহারকারীদের জন্য বহু প্রতীক্ষিত মাল্টি-অ্যাকাউন্ট সাপোর্ট ফিচারের পরীক্ষা শুরু করেছে। যারা একই ডিভাইসে দুটি WhatsApp নম্বর ব্যবহার করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি ফিচার।
নতুন ফিচারের ফলে ব্যবহারকারীরা আর লগ আউট বা অ্যাপ রিস্টার্ট না করেই সরাসরি সেটিংসে গিয়ে সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে স্যুইচ করতে পারবেন।
iOS 25.34.10.72-এর সর্বশেষ বিটা ভার্সনে টেস্টাররা একটি নতুন Account List সেকশন দেখতে পাচ্ছেন, যেখান থেকে দ্বিতীয় WhatsApp অ্যাকাউন্ট যুক্ত করা যায়। এর ফলে আর দ্বিতীয় ফোন বা WhatsApp Business অ্যাপেরও প্রয়োজন হবে না।
বর্তমানে ব্যবহারকারীরা একটি ডিভাইসে দুটি পর্যন্ত WhatsApp অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।
নতুন অ্যাকাউন্ট কীভাবে যুক্ত করবেন?
WhatsApp দ্বিতীয় অ্যাকাউন্ট যুক্ত করার জন্য তিনটি সুবিধাজনক উপায় দিচ্ছে। একটি অ্যাকাউন্ট যুক্ত করলেই—
* চ্যাট এবং সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হবে
* প্রতিটি অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি আলাদা থাকবে
* প্রতিটি অ্যাকাউন্টের ব্যাকআপ আলাদা থাকবে
* নোটিফিকেশন সাউন্ড আলাদা করে সেট করা যাবে
* গোপনীয়তার সেটিংস (লাস্ট সিন, প্রোফাইল ছবি ইত্যাদি) হবে পৃথক
* মিডিয়া অটো-ডাউনলোডের সেটিংসও থাকবে আলাদা
* কোন অ্যাকাউন্টে কোন বার্তা এসেছে তা নোটিফিকেশনে স্পষ্টভাবে দেখা যাবে
* মিউট করা চ্যাট অন্য অ্যাকাউন্টকে প্রভাবিত করবে না
নোটিফিকেশন ব্যবস্থায় বাড়তি সুবিধা
যে অ্যাকাউন্ট সক্রিয় নয়, সেখানেও নতুন মেসেজ এলে নোটিফিকেশন পাওয়া যাবে। নোটিফিকেশনে স্পষ্টভাবে উল্লেখ থাকবে মেসেজটি কোন অ্যাকাউন্টে এসেছে—ব্যক্তিগত নাকি কাজের।
কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?
যারা ব্যক্তিগত ও কর্মজীবনের নম্বর আলাদা রাখতে চান, তাদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক। ব্যবসায়ীরা, ফ্রিল্যান্সাররা, কিংবা যারা আলাদা যোগাযোগচক্র ম্যানেজ করতে চান—তাঁদের জন্য মাল্টি-অ্যাকাউন্ট একটি বড় আপডেট।
এই ফিচারটি পরীক্ষায় সফল হলে খুব শিগগিরই সব iOS ব্যবহারকারীর জন্য রোল আউট করা হবে বলে আশা করা হচ্ছে।