তিন পার্বত্য জেলায় স্কুলে স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনের দূরবর্তী পাহাড়ি অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রথমবারের মতো নিরবচ্ছিন্ন অনলাইন শিক্ষা সুবিধার আওতায় আসছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সংযোগ স্থাপনে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মধ্যে তিনটি পৃথক চুক্তি সই করা হয়েছে। চুক্তির আওতায় স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারে তিন জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ই–লার্নিং সিস্টেম চালু করা হবে। এতে দূরবর্তী ও দুর্গম এলাকার শিক্ষার্থীরাও অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট ও ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে পারবেন। ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষার্থীরা মূলধারার শিক্ষার সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এতে আরও জানানো হয়েছে, গত ২৭ নভেম্বর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এর আগে, ১২ নভেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে বিএসসিএল- এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার অনুরূপ আরেকটি চুক্তিতে সই করেন।
তার আগের দিন, ১১ নভেম্বর খাগড়াছড়ি সার্কিট হাউসে হওয়া চুক্তিতে বিএসসিএলের পক্ষে সই করেন ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এসব চুক্তির পর বিভিন্ন বিদ্যালয়ে ইতোমধ্যে স্টারলিংক সংযোগ স্থাপন কাজ শুরু হয়েছে।