শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের বন্ধ থাকা চিনিকলগুলো চালুর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় তহবিল (ফান্ড) সংগ্রহের চেষ্টা করছে। অর্থায়ন নিশ্চিত হওয়ামাত্রই এসব মিল পুনরায় চালু করা হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, ‘চিনি শিল্পকে লাভজনক করতে মিলগুলোর আধুনিকীকরণ এবং উন্নত জাতের আখ বীজ উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে। এছাড়া দেশীয় চিনি গুদামে থাকাবস্থায় বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখার নীতি গ্রহণ করেছে সরকার। এজন্য বর্তমানে টিসিবির মাধ্যমে দেশি চিনি বাজারজাত করা হচ্ছে।’ এ সময় তিনি চিনিকলের অস্থায়ী শ্রমিকদের স্বাস্থ্যসেবা সুবিধা বাড়ানোর কথাও উল্লেখ করেন।
এর আগে উপদেষ্টা কেরু চিনিকলের আধুনিকায়ন করা নতুন কারখানা পরিদর্শন করেন এবং কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাড়াই কার্যক্রমের সূচনা করেন।
চলতি মৌসুমে কেরু চিনিকলে ৭৬ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৬০ শতাংশ। মিলটি ৭০ থেকে ৭৫ দিন সচল থাকবে এবং প্রতিদিন গড়ে ১১৫০ টন আখ মাড়াই করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএসএফআইসি'র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সর্বোচ্চ আখ উৎপাদনকারী সাতজন চাষিকে পুরস্কৃত করা হয়।