শনিবারও খোলা থাকবে ব্যাংক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত জমা ও মনোনয়নপত্র সংগ্রহ সহজ করতে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নির্বাচনের প্রার্থীদের জামানতের অর্থ এবং ভোটার তালিকার সিডি কেনার ফি ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার সুবিধার্থে ২৭ ডিসেম্বর (শনিবার) সকল তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড়দিন এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার কথা ছিল। এতে প্রার্থীরা আর্থিক লেনদেনে জটিলতায় পড়তে পারেন এমন আশঙ্কায় নির্বাচন কমিশন (ইসি) থেকে শনিবার ব্যাংক খোলা রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানানো হয়েছিল।