সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৮১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। যা ২০২৪ সালের তুলনায় ৫৯২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার বা ২২.০৪ শতাংশ বেশি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালে ৩ হাজার ২৮১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার, জুনে ২৮২ কোটি ২৫ লাখ ৩০ হাজার, জুলাইতে ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ও ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
২০২৫ সালে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ (মার্কিন ডলার)
জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার, জুনে ২৮২ কোটি ২৫ লাখ ৩০ হাজার, জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার।
আর ২০২৪ ও ২০২৩ সালে যথাক্রমে এসেছিল ২ হাজার ৬৮৮ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার ও ২ হাজার ১৯১ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ২০২২ সালে এসেছিল ২ হাজার ১২৮ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলার।
২০২১ ও ২০২০ সালে যথাক্রমে দেশে এসেছিল ২ হাজার ২০৭ কোটি ২৪ লাখ ৯০ হাজার ও ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এদিকে, সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে আসা ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল গত মার্চে। সেই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২৮ থেকে ৩১ ডিসেম্বর দেশে এসেছে ৪৭ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। ডিসেম্বরের ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৭ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ডলার। ১৪ থেকে ২০ ডিসেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার। ডিসেম্বরের ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। আর ডিসেম্বরের প্রথম ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার।