আইপিএল ইস্যুতে বাংলাদেশ-ভারত বাণিজ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

আইপিএল ইস্যুর কারণে বাংলাদেশ-ভারত বাণিজ্যে প্রভাব পড়বে এমন কোনও কিছু বর্তমানে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে। সব দেশের সঙ্গে উদার বাণিজ্যে করতে চায় বাংলাদেশ। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা দেশ স্পেসিফিক কোনো বাই লেটারাল সিদ্ধান্ত নেই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী।’

ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও জানান শেখ বশিরউদ্দিন। ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের ট্রেড মেজারস নেয়া হয়েছে, এটার কোনও ইমপ্যাক্ট এসেছে কি না সেটাও দেখছেন বলে জানিয়েছেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা উল্লেখ করেন, রমজানে নিত্যপণ্যের বিষয়ে সার্বিক পর্যালোচনা করতে ১৯ জানুয়ারি অংশীজনদের সঙ্গে বৈঠক হবে।

এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘শর্ত শিথিল করে ব্যবসা বাণিজ্য আরও সহজ করার জন্য আমদানি নীতি আদেশ সংশোধন করা হচ্ছে। খসড়া আমদানি নীতি দ্রুত ক্যাবিনেটে উত্থাপন করা হবে।’