দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি সোনার মূল্য:
- ২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৭ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করা বাধ্যতামূলক।
উল্লেখ্য, এর আগে গত ১২ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়েছিল, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের মূল্যবান এই ধাতুর দাম বাড়ল।