বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দীর্ঘ ২ মাস ২২ দিন পর পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ঢাকার আমদানিকারক জারিফ ইন্টারন্যাশনাল সোমবার (৫ জুন) বেনাপোল দিয়ে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ জানান, সোমবার রাত আটটার দিকে ভারত থেকে তিনটি ট্রাকে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি মেট্রিক টন পেঁয়াজের দাম পড়েছে ২০০ ইউএস ডলার। শুল্ককর পরিশোধ করে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৩৮.৩৬ টাকা।

কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আমদানিকারককে সহযোগিতা করছে সিএন্ডএফ এজেন্ট রয়েল এন্টারপ্রাইজ।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।