বেনাপোল (যশোর) প্রতিনিধি : সরকার আমদানির অনুমতি দেয়ার পর ১১ দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৭২৭ টন পেঁয়াজ এসেছে। গত ৫ জুন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়ার পর ওইদিন রাতে তিন ট্রাকে ৭৫ টন আমদানির মধ্য দিয়ে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।
কৃষকদের কথা বিবেচনা করে গত ১৫ মার্চ থেকে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রেখেছিল। কিন্তু মে মাসের প্রথম থেকেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। মাত্র দুই সপ্তাহে ৩০ থেকে ৩৫ টাকার পেঁয়াজের দাম ১০০ থেকে ১২০ টাকা হয়ে যায়। এমন পরিস্থিতিতে সরকার ৫ জুন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা শ্যামল কুমার নাথ সাংবাদিকদের বলেন, বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য কয়েকশ টন ইমপোর্ট পারমিট (আইপি) করেছেন আমদানিকারকরা। সেগুলোর মধ্যে অল্প অল্প করে পেঁয়াজ আসছে বেনাপোল দিয়ে। আর ভোমরা, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়।