বাংলাদেশ ব্যাংকে নতুন দুই ডেপুটি গভর্নর নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেলেন দুই কর্মকর্তা। এই দুই কর্মকর্তা হলেন- সংস্থাটির নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম ও প্রধান অর্থনীতিবিদ ড. মো হাবিবুর রহমান। বুধবার (২৮ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী তিন বছরের জন্য ডেপুটি গভর্নরের পদে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পদ থেকে সেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে মো. খুরশীদ আলম এবং মো.হাবিবুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। 

সংস্থাটির বর্তমান ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্বে রয়েছেন কাজী সাইদুর রপমান ও নুরুন নাহার। নতুন করে আরো দুই জনকে নিয়োগের ফলে ডেপুটি গভর্নরের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।