ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে মেহেরপুরের মুজিবনগরে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই উপজেলায় বুধবার (১৭ এপ্রিল) সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে।
গত ৮ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা, উপশাখা ১৭ এপ্রিল বুধবার বন্ধ থাকবে।
তবে উপজেলায় ব্যাংক বন্ধ থাকলেও দেশের অন্য জেলা-উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু থাকবে বলে জানানো হয়েছে।