সপ্তাহজুড়ে শেয়ারবাজার

ডিএসইতে সূচক কমেছে ৩ শতাংশ, সিএসইতে ২.৯২

ঈদ পরবর্তী দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন শেষে সূচকের বড় পতন হলেও লেনদেন-বাজার মূলধন বেড়েছে। গত সপ্তাহে (১৫ এপ্রিল-১৮ এপ্রিল) চার কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমেছে ১৭৭ পয়েন্ট বা ৩ শতাংশ। লেনদেন হয়েছে ১ হাজার ৯১২ কোটি টাকা আর বাজার মূলধন বেড়েছে ২১ হাজার ৫৯১ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৮৮ পয়েন্ট বা ২.৯২ শতাংশ, মোট লেনদেন হয়েছে ৪৮ কোটি ৫৯ লাখ টাকা।

শনিবার (২০ এপ্রিল) ডিএসই ও সিএসই’র সাপ্তাহিক বাজার লেনদেন চিত্রে এ তথ্য উঠে এসেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে গত সপ্তাহে চার কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯১২ কোটি টাকা। যা আগের সপ্তাহে পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ১৭৪ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় একদিন লেনদেন কম হওয়ায় লেনদেন বেড়েছে ৯.৯৭ শতাংশ। এদিকে প্রধান সূচক ডিএসইএক্স সূচকের বড় পতন হয়েছে। গত সপ্তাহে ১৭৭.৪০ পয়েন্ট বা ৩.০৩ শতাংশ কমে ৫৬৮৬.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৪৭.৮১ পয়েন্ট বা ২.৩৫ শতাংশ কমে ১৯৮৪.৫৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩৫.৭৪ পয়েন্ট বা ২.৭৯ শতাংশ কমে ১২৪৬.৫৬ পয়েন্টে দাঁড়িযেছে।

ডিএসইর বাজার মূলধন গত সপ্তাহের শুরুতে ছিল ৬ লাখ ৮৪ হাজার ৭৩৪ কোটি টাকা। যা গত বৃহস্পতিবার লেনদেনে শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৩২৫ কোটি টাকায়। এতে করে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২১ হাজার ৫৯১ কোটি টাকা।

এছাড়া বাজারটিতে ৪১৩ টি কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ড লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দাম বেড়েছে মাত্র ৮৯ টির, কমেছে ২৮৫ টির, অপরিবর্তিত ছিল ২১ টির এবং লেনদেন হয়নি ১৮ টি কোম্পানির।

সপ্তাহটিতে লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় উঠেছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রীম, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ফু-ওয়াং ফুড,  ফু-ওয়াং সিরামিক, গোল্ডেনসন, সেন্ট্রাল ফার্মা, সাইনপুকুর সিরামিকস ও বিকন ফার্মা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইতে) সপ্তাহটিতে (১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল) চার কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৪৮ কোটি ৫৯ লাখ টাকা। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৭২ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক (সিএএসপিআই) ৪৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬২৪৪ পয়েন্টে। যা আগের সপ্তাহে পাঁচ কার্যদিবসে সিএএসপিআই বেড়েছিল ৬১ পয়েন্ট।

বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ৩০১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬১ টির, কমেছে ২১১ টির এবং অপরিবর্তিত ছিল ২৯ টির কোম্পানির শেয়ার দর।