আসন্ন (২০২৪-২৫) অর্থবছরে জাতীয় বাজেটে শ্রমিক সন্তানদের শিক্ষার জন্য ১০ শতাংশ বরাদ্দ এবং শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা ঘোষণার দাবিতে প্রেসক্লাব থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেছে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশন। বুধবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে পূর্ব নির্ধারিত এ পদযাত্রার আগে সমাবেশে শ্রমিক নেতারা এসব দাবি তুলে ধরেন।
পদযাত্রাটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হয়ে পল্টন মোর ঘুরে আবারও প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।পদযাত্রা পূর্ব সমাবেশ থেকে টেক্সটাইল-গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশনের সভাপতি এড. মাহমুদুর রহমান ইসমাইল বলেন, জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য আলাদা কোনো বাজেট বরাদ্দের খাত নেই। জিডিপিতে ৬ কোটি শ্রমিকের অবদান সবচেয়ে বেশি অথচ এই শ্রমিকদের জন্য নেই রেশনিং ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষার চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়া, বাস্তবে শ্রমিকদের কোন ভবিষ্যৎ নেই।
শ্রমিক নেতারা বলেন, ৫২ বছরে জাতীয় বাজেটের আকার ৭৮৬ কোটি টাকা থেকে ৯শত ৬৭ গুণ বৃদ্ধি পেয়ে ৮ লাখ কোটি টাকা হয়েছে। সরকারের উন্নয়ন ও জিডিপিতে শ্রমজীবী মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। দেশে বর্তমানে ১৭ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি মানুষের নিজস্ব কোনো আবাসন নেই। বাস্তবে সরকার শ্রমিকদের শুধু ভোটের হিসাবে দরকার বলে মনে করে কিন্তু শ্রমিকদের মানুষ ও নাগরিক বলে মনে করে না। যদি সরকার শ্রমিকদের নাগরিক হিসেবে মনে করত তাহলে ৩ ভাগের একভাগ প্রাপ্য হতো। অত্যন্ত দুঃখজনক বাজেটে শ্রমিকদের নামে আলাদা কোনো খাত নেই। বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে সেই কারণে শ্রমিকদের জীবনযাত্রা নিচে অবস্থান করতে পারে না ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের নামে বাজেট প্রচার করা হলেও সরকার কোন সুষম বাজেট করতে পারে নাই। যার কারণে শ্রমিকরা আজ বাজেটের প্রাপ্য থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। রেশনিং ব্যবস্থা চালু থাকলে সিন্ডিকেট কালোবাজারির মূল্য বাড়িয়ে দিয়ে বছরে ১ লাখ ১০ হাজার কোটি টাকা শ্রমিকদের পকেট থেকে লুটে নিতে পারত না। নেতারা এবারের বাজেটে শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা, আবাসন, স্বাস্থ্য, সুরক্ষা সন্তানের শিক্ষার জন্য ১০% বাজেট বরাদ্দের দাবি জানায়।
বাংলাদেশ টেক্সটাইল- গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশনের সভাপতি এড. মাহমুদুর রহমান ইসমাইলের সভাপতিত্বে পদযাত্রায় বক্তব্য রাখেন, বাংলাদেশ টেক্সটাইল- গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক- এফ এম আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক- হারুন সরকার, আশুলিয়া থানা আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল করিম শেখ।