বাজেটে বাড়ছে বিনোদন খরচ

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কের সেবায় দ্বিগুন মূসক (ভ্যাট) আরোপের প্রস্তাব করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন তিনি।

নিজের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক সেবা এর ক্ষেত্রে বিদ্যমান মূসক হার ৭.৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।’ এছাড়াও নিলামকৃত পণ্যের ক্রেতার ওপরও ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক অব্যাহতি সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করছি।’

এর আগে বিকেল বেলা ৩টার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে মন্ত্রী তার বক্তব্য শুরু করেন।

বাজেট অধিবেশন শুরুর আগে, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।