আবারও বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে মধ্যপ্রাচ্য। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে হঠাৎ দাম বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের। খবর রয়টার্স’র।
সোমবার (৯ ডিসেম্বর) ব্রেন্ট ধরনের অপরিশোধিত তেলের দাম ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ বেড়ে ৭১ ডলার ৪৮ সেন্টে উঠেছে।
অন্যদিকে, বিশ্ববাজারের আরেকটি প্রধান ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি ৩৮ সেন্ট বেড়েছে বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। এই ধরনের তেলের দাম উঠেছে ৬৭ ডলার ৫৮ সেন্টে।
মিতসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসালটিংয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তোমোমিচি আকুতা বলেন, সিরিয়ার ঘটনাবলি মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তায় আরও একটি স্তর যোগ করেছে। এতে জ্বালানি তেলের বাজার দর কিছুটা বেড়েছে।
কিন্তু গত সপ্তাহে সৌদি আরবের তেলের দাম কমানো এবং তেলের উৎপাদন কমাতে ওপেক প্লাস জোটের সিদ্ধান্ত এটাই দেখাচ্ছে যে চীনে তেলের চাহিদা দুর্বল থাকবে। ফলে বছর শেষে বাজার আর বাড়বে না।