ঢাকায় হতে যাচ্ছে ২৩ তম আন্তর্জাতিক সুতা ও বস্ত্র প্রদর্শনী


আগামী বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন হতে যাচ্ছে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক সুতা ও বস্ত্র প্রদর্শনী, ২০২৫। এ প্রদর্শনী চলবে শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক এই শীতকালীন প্রদর্শনীতে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া ছাড়াও বিশ্বের নানা প্রাপ্তের সুতা ও বস্ত্রজাত পণ্য প্রদর্শিত হবে। এতে অন্তত ৩০টি দেশের সাড়ে তিনশ’ জন উদ্যোক্তা এবং ২০ হাজার দর্শক ও ক্রেতা অংশ নেবেন বলে তাদের আশা। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক ও ক্রেতার মধ্যে নিবিড় যোগাযোগ, ব্যবসায়িক লেনদেন ও বাজার সম্প্রসারণের সম্ভাবনা বৃদ্ধি পাবে।  

এ বিষয়ে আগামী সোমবার (৬ জানুয়ারি) সকালে ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।