রেমিট্যান্স পাঠিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইউরোপের দেশ ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ২০২৪ সালে ১ হাজার ৩০০ মিলিয়নেরও বেশি ইউরো পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা ২০২৩ সালের তুলনায় প্রায় দেড়শ মিলিয়ন বেশি।
শেখ হাসিনার শাসনামলে ইতালি থেকে বাংলাদেশে রেমিট্যান্স না পাঠিয়ে প্রচণ্ড চাপ তৈরি করেছিল দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশকে সমৃদ্ধ করতে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠানো শুরু করেন প্রবাসীরা।
রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের প্রবাহ ২০২৩ সালের তুলনায় গত বছর অনেক বেড়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। চলতি বছর রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে।
২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৯৭ কোটি ২০ লাখ ডলার বা ২২ দশমিক ৬৮ শতাংশ বেশি।