‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের) এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস (EC4J)’ প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. আবদুর রহিম খান।
এছাড়া, প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ এবং কনসালটেন্সি প্রতিষ্ঠান সেমস-গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলাম ও অন্যান্য পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা প্রকল্পের বিস্তারিত তথ্য এবং মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স) ও মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস) সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করে। পাশাপাশি, আগামী ২৪-২৫ এপ্রিল ২০২৫, রাজধানীর কুড়িল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিতব্য মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স) স্থানীয় শিল্পের সাথে বৈশ্বিক সংযোগ স্থাপনের সুযোগ প্রদান করবে বলে বক্তারা অভিমত পোষণ করেন।
এছাড়া, এমবিএক্স-এ উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক ক্রেতার সংস্পর্শে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, প্লাস্টিক পণ্য, মেডিকেল এবং পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (MPPE) খাতের ব্যবসায়ীরা আসার সুযোগ তৈরি হবে বলেও তাদের অভিমত।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে – EC4J) প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা।