পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২২ জন কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। তাদের মধ্যে মামলার আসামি ১৪ কর্মকর্তাও রয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কমিশন সভায় হঠাৎ করেই তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বরখাস্ত হওয়া বিএসইসির এক কর্মকর্তা বলেন, আগে থেকে এজেন্ডা ঠিক না করে কমিশন সভায় হঠাৎ করেই ২২ জনকে সাসপেন্ড করা হয়েছে। তাদের মধ্যে মামলার আসামি ১৪ জনও আছেন।
বিএসইসির আরেক কর্মকর্তা বলেন, কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশান বা অফিস অর্ডার হয়নি। কালকে হয়তো অর্ডার হয়ে যাবে।
গত ৪ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় খন্দকার রাশেদ মাকসুদের কমিশন। কমিশনের দাবি, তার বিরুদ্ধে দায়িত্ব থাকাকালে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কমিশন আরও অনেক কর্মকর্তাকে বিভিন্ন ইস্যুতে শোকজ করে। অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানা যায়।