আসছে ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকার বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সরকারের দেওয়া এই লবন পাবে এতিমখানা, লিল্লাহ বোর্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
বুধবার (২১ মে) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা এ কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, মাদ্রাসা-এতিমখানায় ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। একটি নির্দেশনামূলক ভিডিও তৈরি করব। জনসচেতনতা সৃষ্টির জন্য সেগুলো ব্যাপকভাবে প্রচার করা হবে। আগে সারা দেশে একসঙ্গে কাঁচা চামড়া আসত। চামড়া পচে যাবে সে কারণে দাম না পেয়েও বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়েছে। এবার সেটা হবে না।
বশিরউদ্দীন বলেন, প্রধান উপদেষ্টা চান গরিবের হক চামড়ার যেন ন্যায্যমূল্য পায়। আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) আবারও বৈঠকে বসে চামড়ার দাম নির্ধারণ করা হবে। এবছর চামড়ার দাম গত বছর থেকে বেশি হবে বলেও জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বৈঠকে আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি, নির্ধারিত পশুর হাটের বাইরে পশু কেনাবেচা যেন না হয়। হাসিল ৫ শতাংশ থেকে কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সরবরাহ ও চাহিদা নিয়ে বিষদ আলোচনা করেছি আমরা।তিনি বলেন, দাম না পেলে আমরা প্রয়োজন হলে সরাসরি কাঁচা চামড়া রপ্তানি করব।
এ সময় স্থানীয় পর্যায়ে উপযুক্ত দাম পাওয়ার আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন।