ঈদের ছুটির পর সচল বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদুল আজহা উদযাপনের ছুটির পর সচল হয়েছে দেশের চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্থলবন্দর বাংলাবান্ধা আমদানি রপ্তানি কার্যক্রম।

রোববার (১৫ জুন) সকালে স্থলবন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হওয়ার দৈনিক খবর সংযোগকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি জানান, ঈদুল আজহার ছুটির পর আজ রোববার সকাল থেকে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী ঈদ উদযাপনে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে  ইমিগ্রেশন পাসপোর্টধারীদের যাত্রীপারাপার স্বাভাবিক ছিল।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।