ডাচ্-বাংলা ব্যাংকের কৃষি গবেষণা প্রকল্পগুলোর সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং ডাচ্-বাংলা ব্যাংকের ‘স্পেশাল সিএসআর গ্রান্ট’-এর অর্থায়নে পরিচালিত কৃষি গবেষণা প্রকল্পগুলোর সমাপনী কর্মশালা শনিবার (২৮ জুন) ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আবুল কাশেম মো. শিরিন ওই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিরিন বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের সহায়তায় ফসল, মৎস্য, পোল্ট্রি, সেচ এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ খাতে গবেষণা প্রকল্পগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, প্রকল্পের নির্ধারিত সময়ের কর্মকাণ্ড সমাপ্ত হলেও, প্রকল্পগুলোর অংশীজন ও গবেষকগণ এসব কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

তিনি বিশেষজ্ঞ কমিটির সদস্যগণ, গবেষকগণ, অংশীজন এবং ব্যাংকের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ডাচ্-বাংলা ব্যাংকের স্পেশাল সিএসআর কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম প্রকল্পগুলোর সংক্ষিপ্ত ফল ও সফলতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ২০২৩-২০২৫ সময়কালে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষক পর্যায়ে ৭টি প্রযুক্তি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়িত হয়।

সমাপনী কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের বা সংস্থার শীর্ষ বিজ্ঞানী, শিক্ষক, কর্মকর্তা, উদ্যোক্তা মিলে বিপুল সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম ও প্রফেসর ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে কারিগরি অধিবেশনে ৭ (সাত) টি গবেষণা প্রকল্পের ফল উপস্থাপিত হয়। প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত বিশেষজ্ঞ বিজ্ঞানী, অধ্যাপক, অংশীজন তাদের মতামত ও পরামর্শ দেন।