বেপজা অর্থনৈতিক অঞ্চলে বড় বিনিয়োগ

চীন-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিফা অ্যাক্সেসরিজ (বিডি) কো. লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ব্যাগ ও ফ্যাশন অ্যাক্সেসরিজ উৎপাদনকারী একটি শিল্পকারখানা স্থাপনে ৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। 

এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ইউনিফা অ্যাক্সেসরিজ (বিডি) কো. লিমিটেডের মধ্যে গতকাল বেপজা কমপ্লেক্স, ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসির উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইউনিফা এক্সেসরিজ (বিডি) কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি. চিয়ান ড্যানচু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই বিদেশি প্রতিষ্ঠানটি প্রতি বছর ২ কোটি ৮০ লাখ পিস ব্যাগ, বেল্ট,  ক্যাপ, হ্যাট, স্কার্ফ, মাফলার, আইওয়্যার ও চশমার ফ্রেমসহ বিভিন্ন ফ্যাশনপণ্য উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ২ হাজার ৮৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

বেপজার নির্বাহী চেয়ারম্যান ইউনিফার এই বিনিয়োগকে স্বাগত জানান এবং বিশেষভাবে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন করতে বেপজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আশা প্রকাশ করেন যে, এই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।