ইতিহাসে রেকর্ড দামে বিটকয়েন 

নতুন ইতিহাস গড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। ১৪ জুলাই (সোমবার) প্রথমবারের মতো এর দাম ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে, যা বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ মূল্য হিসেবে ধরা হচ্ছে।

এশিয়ান ট্রেডিং সেশনে বিটকয়েনের দাম সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ২০৭ ডলারের কাছাকাছি পৌঁছেছে এবং শেষ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৮৫৬ ডলারে লেনদেন হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিটকয়েনের মূল্য প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ক্রিপ্টো বিশ্লেষকরা মনে করছেন, বিটকয়েনের দাম ১ লাখ ২০ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ায় এখন দেড় লাখ ডলারের মূল্যলক্ষ্য ধরা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী এবং চেইনভিত্তিক তথ্য বিশ্লেষণও এই ঊর্ধ্বগতিকে সমর্থন করছে।

বর্তমানে বিটকয়েনের বাজারমূল্য প্রায় ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ইথারের মূল্যও বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪৮ ডলারের কাছাকাছি পৌঁছেছে। সমগ্র ক্রিপ্টো বাজারের সম্মিলিত মূল্য বর্তমানে প্রায় ৩.৭৮ ট্রিলিয়ন ডলার। 

বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের শুরু থেকে বিটকয়েনের দাম প্রায় ২৯ শতাংশ বেড়েছে। এই মূল্যবৃদ্ধির পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, মার্কিন প্রতিনিধি পরিষদে ডিজিটাল সম্পদের ওপর নতুন আইনগত বিল নিয়ে আলোচনা শুরু হওয়া, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ ঘোষণা করে এই খাতের পক্ষে আইন সংস্কারের আহ্বান জানানোয় বাজারে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে। সূত্র: রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস