ডিম ও ব্রয়লার মুরগির দর পতনে পোলট্রি খাতের হাজার হাজার প্রান্তিক খামারি সীমাহীন ক্ষতির মুখে পড়েছেন। একইভাবে অকল্পনীয় লোকসানের মুখে পড়েছে এক দিন বয়সি বাচ্চা উৎপাদনকারী হ্যাচারিগুলোও। সংশ্লিষ্টদের অভিযোগ, ব্রয়লার মুরগি ও লেয়ার মুরগির ডিমের তীব্র দর পতনের কারণে লক্ষ লক্ষ ক্ষুদ্র খামারি ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সম্প্রতি উত্তরাঞ্চলের খামারগুলোতে প্রতিটি ডিমের দাম সাড়ে ৭ টাকা এবং প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১১০ টাকায় নেমে এসেছে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। একইভাবে জুনের শেষ সপ্তাহে, প্রতিটি এক দিনের ব্রয়লার বাচ্চা ৮ থেকে ১৪ টাকায় বিক্রি হচ্ছিল, যা হ্যাচারিগুলির জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাজারে ব্রয়লার মুরগির দাম কমার কারণে খামারিরা নতুন করে খামারে বাচ্চা তুলতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। যে কারণে এক দিন বয়সি ব্রয়লার মুরগির বাচ্চার দামও তলানিতে ঠেকেছে। ব্রয়লার মুরগির চাহিদা ও দাম বাড়লে আবার খামারে বাচ্চা তুলবেন বলে জানিয়েছেন খামারিরা। পোলট্রি খাতের স্থানীয় পর্যায়ের ডিলারদের মতে, বাজারে মুরগির দাম বাড়লে বাচ্চার দামও বাড়তে পারে, তা ছাড়া দামের পরিবর্তন হবে না।