জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে আবারও বড় পরিসরের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত একনেক সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যেগুলোর সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের প্রকল্প অনুমোদনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৬টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ২টি প্রকল্পের।
অর্থায়নের কাঠামো
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যমতে, এই প্রকল্পগুলোর অর্থায়ন কাঠামো এমনভাবে গঠিত হয়েছে যাতে সরকারি অর্থায়নের ওপর নির্ভরতা বেশি: সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর খাতভিত্তিক বিবরণ
অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে রয়েছে নতুন ও সংশোধিত প্রকল্প উভয়ই। এর মধ্যে রয়েছে ৬টি নতুন প্রকল্প, ৪টি সংশোধিত এবং ২টি প্রকল্পের কেবল মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব।
গৃহায়ন ও অবকাঠামো খাত: শহীদ পরিবারগুলোর জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ), কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত (দ্বিতীয় সংশোধিত, চতুর্থ বার মেয়াদ বৃদ্ধি) সড়ক নির্মাণ প্রকল্প।
নিরাপত্তা ও প্রতিরক্ষা
২০টি (১২টি নতুন ও ৮টি পুনর্নির্মাণ) ফায়ার) ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও রক্ষণাবেক্ষণ সুবিধা নির্মাণ, মিরপুর সেনানিবাসে অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ।
স্থানীয় সরকার ও পরিবেশ: গ্রামীণ স্যানিটেশন প্রকল্প, বহদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন (৩য় সংশোধিত)।
শিক্ষা, সংস্কৃতি ও নারীর উন্নয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প, উপজেলা পর্যায়ে নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ (২য় পর্যায়), লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ।
কৃষি ও বিদ্যুৎ: কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্প (বিপিডিবি জোন)।
রেল যোগাযোগ: পূর্বাঞ্চল রেলপথের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন।
অবহিতকরণ পর্যায়ের প্রকল্পসমূহ
১৮টি প্রকল্পের তথ্য একনেক সদস্যদের অবহিত করা হয়। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রাম সড়ক পুনর্বাসন (দ্বিতীয় সংশোধিত), ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (দ্বিতীয় সংশোধিত), পেস্টিসাইড রিস্ক রিডাকশন, মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (তৃতীয় পর্যায়), হাতি সংরক্ষণ, বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়), নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি, গাজীপুর সাফারি পার্ক উন্নয়ন, যান্ত্রিক ধান চাষ যন্ত্রপাতি গবেষণা, জিএনএসএস করস নেটওয়ার্ক সম্প্রসারণ, ঢাকা উত্তর সিটির ৪৩ নম্বর ওয়ার্ড উন্নয়ন, রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন, আনসার বাহিনীর অস্ত্রাগার নির্মাণ, চট্টগ্রামে নৌবাহিনী ডকইয়ার্ড উন্নয়ন, ফেনী পৌরসভার অবকাঠামো উন্নয়ন, জামালপুর জেলা কারাগার পুনর্নির্মাণ, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ২০২৪-এর অডিও-ভিজ্যুয়াল দলিল সংরক্ষণ প্রকল্প।
সভায় আরও দুটি প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথাও জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার বরিশাল (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের নাম পরিবর্তন করে করা হয়েছে ‘নভোথিয়েটার, বরিশাল (দ্বিতীয় সংশোধিত)’ এবং মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত) এর পরিবর্তে নতুন নাম হয়েছে ‘কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় সেচ উন্নয়ন প্রকল্প’।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা। তাদের মধ্যে ছিলেন—আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ান।