আধুনিক শিল্পে চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে এসআইসিআইপি-পিকেএসএফ প্রকল্প আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এর আওতায় সারাদেশে ১২ হাজার তরুণকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার, আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর পিকেএসএফ ভবনে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও অংশীদার প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হলে সরকার পিকেএসএফকে আরও বড় পরিসরে সহায়তা করবে। তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় পিকেএসএফ ও অংশীদারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, পিকেএসএফ দক্ষতা উন্নয়নে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তিনি প্রশিক্ষকদের মানোন্নয়নে বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার কথাও জানান।
পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, বর্তমান জনমিতিক সুবিধা ধরে রাখতে হলে দক্ষতা উন্নয়ন অপরিহার্য। ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের জানান, প্রতি বছর বিশ লাখের বেশি তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন, যা বড় চ্যালেঞ্জ হলেও সঠিক প্রশিক্ষণে তা সম্ভাবনায় রূপ নিতে পারে।
প্রকল্প উপস্থাপনায় জানানো হয়, এসইআইপি পূর্ববর্তী সময়ে প্রকল্পের আওতায় পিকেএসএফ ৩৮ হাজার ৬৩৩ জনকে দক্ষতা প্রশিক্ষণ দিয়েছে। এবার তিন বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করবে প্রকল্প কর্তৃপক্ষ। প্রশিক্ষণ শেষে চাকরি অথবা আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে পিকেএসএফ থেকে পরামর্শ ও সহায়তাও দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩০ শতাংশ আসন নারী এবং অবশিষ্ট ৭০ শতাংশে প্রান্তিক ও নিম্নআয়ের তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।