বাংলাদেশ এয়ারলাইন্সের রেকর্ড মুনাফা অর্জন

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে এটিই বিমানের সর্বোচ্চ মুনাফা। এর আগে ২০২১-২২ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪০ কোটি টাকা মুনাফা হয়েছিল। এ সাফল্যকে যাত্রী ও গ্রাহকদের আস্থা, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর কৌশল গ্রহণ এবং সেবার মানোন্নয়নের ফল হিসেবে দেখছে বিমান।

প্রতিষ্ঠার পর থেকে ২৬ বছর লাভের মুখ দেখেছে বিমান। ২০০৭ সালে করপোরেশন থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত ১৮ বছরে পুঞ্জীভূত মোট মুনাফা হয়েছে ৫৮৯ কোটি টাকা। শুধু বিদায়ী অর্থবছরেই আয় হয়েছে ১১ হাজার ৬৩১ কোটি ৩৭ লাখ টাকা, যা বিমানের ইতিহাসে সর্বোচ্চ।

২০২৪-২৫ অর্থবছরে বিমানের বহরে ছিল ২১টি উড়োজাহাজ, এর মধ্যে ১৯টি নিজস্ব। এর মধ্যে ছয়টি বোয়িং ড্রিমলাইনারও রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব রক্ষণাবেক্ষণ সক্ষমতার কারণে বিপুল ব্যয় সাশ্রয় হয়েছে। গত অর্থবছরে বিমান পরিবহন করেছে ৩৪ লাখ যাত্রী এবং প্রায় ৪৪ হাজার টন কার্গো, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন গন্তব্যে রুট সম্প্রসারণ, ডিজিটাল রূপান্তর ও কার্গো সেবা শক্তিশালীকরণের পাশাপাশি দক্ষিণ এশিয়ার শীর্ষ এয়ারলাইন্সে পরিণত হওয়ার লক্ষ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।