আকু বিল পরিশোধে কমলো রিজার্ভ

বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল পরিশোধ করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) প্রায় ১.৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আকুর সদস্য দেশগুলোর মধ্যে আমদানি লেনদেন বাবদ প্রতি দুই মাস অন্তর এ ধরনের বিল পরিশোধ করতে হয়। জুলাই-আগস্ট সময়কালের আমদানি দায় মেটাতেই এবার বিল দেওয়া হয়েছে।

এর আগে আগস্ট শেষে রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছিল। আকু বিল পরিশোধের পর তা কিছুটা কমলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় সামগ্রিকভাবে রিজার্ভ স্থিতিশীল রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ৭ সেপ্টেম্বর শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩১ বিলিয়ন ডলারে, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বিপিএম-৬ মানদণ্ডে তা ২৫.৪০ বিলিয়ন ডলার। আর নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (NIR), যা প্রকৃত অর্থে ব্যয়যোগ্য, তা ২১ বিলিয়ন ডলারের কাছাকাছি বলে জানা গেছে।

বর্তমান রিজার্ভ দিয়ে প্রায় চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তিন মাসের রিজার্ভ থাকলেই দেশ নিরাপদ ধরা হয়। ফলে বাংলাদেশ এখনো তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।

২০২২ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮.০৬ বিলিয়ন ডলার রিজার্ভে পৌঁছায়। তবে পরে অর্থপাচার, ডলার বিক্রি ও দেনা পরিশোধের কারণে তা হ্রাস পেতে থাকে। গত বছরের জুলাইয়ে তা নেমে আসে ২০.৩৯ বিলিয়ন ডলারে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি নজরদারিতে রিজার্ভ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।