ফরাসি কোম্পানি ‘টোটালগ্যাস বাংলাদেশ’ নামে দেশে ব্যবসা পরিচালনা করা প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের প্রায় সমস্ত শেয়ার কিনে নিয়েছে পুঁজিবাজারে তালিকভুক্ত এমজেএল বাংলাদেশ পিএলসি-র সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, প্রিমিয়ার এলপি গ্যাসের ৯৯.৯৯৫ শতাংশ শেয়ারের মালিকানা কিনতে চুক্তি করেছে ওমেরা পেট্রোলিয়াম। এই শেয়ার কিনতে এমজেএল বাংলাদেশেরে সহযোগী প্রতিষ্ঠানটির ব্যয় হবে ২২৭ কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ অধিগ্রহণ প্রক্রিয়াটি শেষ করা হবে।
ডিএসইকে এমজেএল বাংলাদেশ জানিয়েছে, এই অধিগ্রহণের ফলে ওমেরা পেট্রোলিয়ামের এলপিজি ব্যবসা আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে তারা প্রিমিয়ার এলপি গ্যাসের বিদ্যমান অবকাঠামো ও এর ১৬ লাখ সিলিন্ডার ব্যবহারের সুযোগ পাবে। এতে আয়ের উৎসে বৈচিত্র্য আসবে এবং মুনাফা বাড়বে।
এমজেএল বাংলাদেশ সূত্রে জানা গেছে, বর্তমানে ওমেরার বাজার হিস্যা ২২ শতাংশ, আর টোটালগ্যাসের প্রায় ৫ শতাংশ। কয়েক মাস ধরে জটিল আলোচনার পর এই চুক্তি সম্পন্ন হয়েছে। প্রিমিয়ার এলপি গ্যাসে ১১ শতাংশ অংশীদারিত্ব থাকা স্থানীয় শেয়ারহোল্ডারদের আপত্তির কারণে এই আলোচনার গতি কিছুটা কমে গিয়েছিল। তবে কয়েক বছর ধরে বার্ষিক ১৫ থেকে ২০ কোটি টাকা লোকসান দিয়ে আসার কারণে ফ্রান্সভিত্তিক কোম্পানি টোটালগ্যাস বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে অনড় ছিল। তারই ধারাবাহিকতায় এই চুক্তি হয়েছে।
এদিকে এই খবরকে কেন্দ্র করে ডিএসইতে এমজেএল বাংলাদেশের শেয়ারের দর ঊর্ধ্বমূখী দেখা গেছে। আজ বেলা ১২টা পর্যন্ত কোম্পানির শেয়ারদর ৩টার বেশি বাড়তে দেখা গেছে। মূলত গতকাল রোববার থেকে শেয়ারের দর ঊর্ধ্বমূখী রয়েছে। গতকাল লেনদেনের শুরুতে ৯৬ টাকা ৯০ পয়সায় থাকা শেয়ারটির দর আজ এক পর্যায়ে ১০২ টাকা ৯০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।